রাকিব হোসেন মিলন :
মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ৭ লক্ষ মানুষের ভিটে-বাড়ি বাঁচাতে সরকার কর্তৃক গৃহিত নদী বাঁধ প্রকল্প একনেক মিটিং-এ পাশের দাবীতে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর পাড়ে আজ সোমবার (৩১ মে) সকাল হাজার হাজার মানুষের অংশগ্রহণে কয়েক কিলোমিটার ব্যাপী ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নদী ভাঙ্গা সাধারণ মানুষের অরাজনৈতিক সংগঠন “কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের” আয়োজনে ও সংগঠনের আহবায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন.রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুন,কমলনগর প্রেসক্লাব সেক্রেটারী ইউছুফ আলী মিঠু, সমাজসেবক সাজ্জাদুর রহমান, খলিল মেম্বার, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, আবদুল্লাহ আল রায়হান, সংগঠক ইমরান হোসেন শাকিল সহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন কয়েক বছরের মেঘনার ভাঙনে রামগতি-কমলনগর প্রায় অর্ধেক নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ৩২কিঃমিঃ জুড়ে তীব্র ভাঙ্গনে ২ লাখ লাখ নি:স্ব হয়েছে মানুষ , আরো ৫ লাখ মানুষ নদী ভাঙ্গনে তাদের ভিটে-বাড়ি হারানোর হুমকির মুখে, নদী বাঁধের প্রকল্পটি এবারে একনেক মিটিং-এ পাশ না হলে বাংলাদেশের মানচিত্র থকে লক্ষ্মীপুর জেলার কমলনগর-রামগতি উপজেলা হারিয়ে যাবে। ঘর বাড়ি হারিয়ে ৭ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে যাবে। তাই তারা দ্রুত নদী বাঁধের প্রকল্পটি আগামী কালের একনেক মিটিং-এ পাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত দয়া প্রার্থনা করেছেন।
চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ জানান,মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে এসে আমাদেরকে ওয়াদা করে গিয়েছেন যে তিনি রামগতি ও কমলনগর বাসীর জন্য টেকসই বেড়ি বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করবেন।আগামী ১ লা জুন তারিখে আমরা এটার বাস্তবায়ন চাই।
রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভিপি হেলাল মুঠোফোনে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আপনি আমাদের কে বাঁচান।নদী ভাঙার কারনে মানুষ অসহায় হয়ে পড়েছে।১ লা জুন একনকের বৈঠকে ফাইল টি পাশ হবে বলে তিনি আশা পোষন করেন।
মানববন্ধন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক এমপির সুস্থতা কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় এমপি মেজর অব: আবদুল মান্নানের জন্য বিশেষ দোয়া করা হয়।