রাকিব হোসেন মিলন :
লক্ষ্মীপুরের রামগতিতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে উপজেলার চরপোড়াগাছা গ্রামের আবদুল মান্নানের ছেলে মো দেলোয়ার হোসেন, একই গ্রামের মৃত মোতাছিনের ছেলে দেলোয়ারের সহযোগী মোঃ জাহিদ হোসেন।
শুক্রবা (২৮ মে) গোপন সংবাদের বিত্তিতে খবর পেয়ে গভীর রাতে সহকারী পুলিশ পরিদর্শক এসআই মোঃ ইকবালের নেতৃত্বে রামগতি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে চরপোড়াগাছা গ্রামের হাজীগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটক কালে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান দেলোয়ার ওই এলাকার একজন চিহ্নিহিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সে মাদকদ্রব্যের কারবার করে আসছিল নির্বরযোগ্য সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এসময় তাদের সাথে থাকা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে রামগতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১)এর সারণী ১৯(খ) রুজু করে আদালতে সোপর্দ করা হয়।