নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রাস্তা পারাপার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় অচেনা এক নারীর (৪২) মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী যুবক অন্তর হোসেন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় অচেনা ওই নারী রাস্তা পারাপার হচ্ছিলেন। হঠাৎ করে চলন্ত মোটরসাইকেলটি এসে তাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী ও নারী গুরুতর আহত হন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে আছে।