নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ও দিঘলী ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ার সময় অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার (২১ মার্চ) ওই দু’টি ইউনিয়নে অভিযান চালিয়ে ৫টি ট্রাক্টরের মালিককে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। এ সময় চন্দ্রগঞ্জ থানা পুলিশ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ও ইউপি সদস্য অভিযানে সহযোগীতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট তৈরীতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত ফসলি জমির মাটি পরিবহনে অবৈধ ট্রাক্টর ব্যবহার করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এবং ইউনিয়ন পরিষদের রাস্তার উপর দিয়ে এসকল অবৈধ যান চলাচল করায় সড়কগুলোও বিনষ্ট হয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ বলেন দিঘলী এবং কুশাখালীতে কৃষি জমির মাটি কেটে বহন করা অবস্থায় পাঁচটি ট্রাক্টর আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা ৫ ও ১৫ অনুযায়ী পাঁচজনকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।