নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির রান্নাঘরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফারুক হোসেন ওই উপজেলার চরজব্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর হাসান গ্রামের আব্দুল হকের ছেলে। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণী ও তার বাবা শারীরিক প্রতিবন্ধী। তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। দুই বছর আগে মেয়েটির বিয়ে হয়েছিল।
তবে বিয়ের পর থেকে একদিনও সে শ্বশুরবাড়িতে থাকেনি। এমনকি তার স্বামীও এ বাড়িতে আসেনি। এ কারণে সে বাবার বাড়িতেই থাকত। ধর্ষক ফারুক প্রতিবেশী হওয়ায় প্রায়ই ওই তরুণীর বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে বাকপ্রতিবন্ধী তরুণীর ওপর কুদৃষ্টি পড়ে তার।
আরো জানা গেছে, কয়েক মাস আগে বাড়ির রান্নাঘরে একা পেয়ে ওই তরুণীকে পেছন থেকে জাপটে ধরে রান্নাঘরের একপাশে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাকপ্রতিবন্ধী হওয়ায় চিৎকার করতে পারেনি। বুধবার (১৭ মার্চ) সকালে সে পেটের ব্যথায় কান্নাকাটি শুরু করে।
এরপর আলট্রাসনোগ্রাম করে জানা যায়- তার পেটে তিন সপ্তাহের বাচ্চা। এ বিষয়ে জানতে চাইলে ওই তরুণী মাকে জানায় প্রতিবেশী ফারুক তাকে ধর্ষণ করেছে। এ খবর জানার পর ওইদিনই ফারুকের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার তরুণীর মা।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল জানান, বুধবার মামলা করেছে ধর্ষণের শিকার তরুণীর মা। পরে অভিযুক্ত ফারুককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।