নিজস্ব প্রতিনধি :
লক্ষ্মীপুর সদর উপজেলাব চন্দ্রগঞ্জে কিউ এস ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পাঞ্জাবি তিরণ করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক আবদুল ওয়াজেদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাহ্হারের সভাপতিত্বে অনুষ্ঠতি এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল বাসেত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আহসান হাবিব, হাঃ ইমাম হোসেন, শরিফুর রহমান নাঈম, মাজেদ রাফিন প্রমূখ।
এ সময় ২০জন দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও পাঞ্জাবী তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির তর বক্তব্যে বলেন, কিউ এস ফাউন্ডেশনের উদ্যোগতাদেরকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি আয়োজন করার জন্য। তারা শিক্ষার সুযোগ সৃষ্টি করতে নিজের সামর্থ্যের যথাযথ ব্যাবহার করে অসহায় পরিবারের শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে। শিক্ষা উপকরণ বিতরণের ফলে শিক্ষার্থীদের ঝরে পড়া কমে আসবে। আমরা যেই সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখি, তা তোমাদের মত উদ্যোগী তরুনদের দ্বারাই সম্ভব হবে। আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবেনা ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহের মত সমাজ গর্হিত কাজ।