1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি | সময়ের নুর ডট কম নোয়াখালীতে ৪ লাখ টাকাসহ সাত জুয়াড়ি গ্রেফতার | সময়ের নুর ডট কম ঋণ-আমানতের সুদহারে সীমা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের বশিকপুরে স্ত্রী-সন্তানদের আটকে রেখে ঘরে আগুন, প্রাণ গেলো দুজনের | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে বিচারকের নির্দেশে কাঠগড়ায় আসামিকে থাপ্পড়! | সময়ের নুর ডট কম নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১ | সময়ের নুর ডট কম পূর্ব বিরোধের জেরে ‘লোক ভাড়া করে’ প্রতিবেশীর ঘরে ডাকাতি পুরোনো শীতের কাপড় ও লেপ-কম্বল ব্যবহারের আগে যা করবেন | সময়ের নুর ডট কম সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুর সদর-৩ আসনে আ.লীগের এমপি প্রার্থীর মতবিনিময় | সময়ের নুর ডট কম

নোয়াখালীর পুলিশ সুপারের পুরস্কার পেল ৪০ পুলিশ

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২০৯ বার পঠিত হয়েছে

 

নোয়াখালী প্রতিন‌িধি‌ :

৪০ জন পুলিশক‌ে পুরস্কৃত করলেন নোয়াখালীর জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন। সম্প্রতি জেলা পুলিশ লাইন্সের শহীদ মনিরুল হক হলে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ডিসেম্বর-২০২০ মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার হিসা‌বে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিশেষ সম্মাননা স্মারক, সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন ও নগদ অর্থ প্রদান করা হয়।

সভায় পুরষ্কৃত পুলিশ কর্মকর্তাদ ও সদস্যগণ হলেন ডিসেম্বর-২০২০ মাসে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার (এএসআই) হিসেবে বেগমগঞ্জ মডেল থানার এএআই(নিঃ),আল-আমিন ১ম, চাটখিল থানার এএসআই(নিঃ),মোঃ সুমন মিয়া ২য়, কোম্পানীগঞ্জ থানার এএসআই(নিঃ) মোঃ আজিম ৩য় এবং এসআইদের মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার সুধারাম মডেল থানার এসআই(নিরস্ত্র),আলমাহমুদ শরীফ ১ম, কোম্পানীগঞ্জ থানার এসআই(নিরস্ত্র), মাহফুজুর রহমান ২য় স্থান লাভ করেন। ডিসেম্বর-২০২০ মাসের যৌথভাবে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে হাতিয়া থানার এসআই(নিঃ), মোঃ মোজাম্মেল হোসেন এবং ডিসেম্বর-২০২০ মাসে দ্রুততম সময়ে মামলার রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে প্রেক্ষিতে সামগ্রীক বিবেচনায় শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়েছেন চাটখিল থানার অফিসার ইনচাজ মোঃ আনোয়ারুল ইসলাম, ডিসেম্বর-২০২০ মাসে শ্রেষ্ঠ বিজ্ঞ আদালতে সাক্ষী হাজিরকারী অফিসার হিসেবে পুরষ্কৃত হয়েছেন চাটখিল থানার এএসআই(নিঃ)মোঃ আকবর হোসেন। ডিসেম্বর-২০২০ মাসে সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ নায়েক ও কনষ্টেবল হিসেবে পুরষ্কৃত হয়েছেন নোয়াখালী পুলিশ লাইন্স নায়েক (৯৩১) তন্ময় পাল এবং কং ৬৭৫ মোঃ হাসান আলী, কোম্পানীগঞ্জ থানা, নোয়াখালী।
এছাড়াও ডিসেম্বর ২০২০ মাসে সাজা পরোয়ানা তামিলের জন্য জেলার বিভিন্ন থানার ৩০ জন অফিসারকে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার নোয়াখালী’র সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জদের সাথে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।কল্যাণ সভায় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত। জনগন থানা/ফাঁড়িতে এসে যেন সর্বোত্তম সেবা ও সুন্দর ব্যবহার পায় সেই ব্যাপারে সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্টদের কঠোর ভাবে নির্দেশ দেন।

পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান, হাতিয়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উল্লেখিত অফিসারগণ সহ সিআইডি নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার মোঃ বশীর আহমেদ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আনিসুজ্জামান মহোদয়গণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews