নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের ‘চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের’ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত (২০২১-২২) কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ শপথ গ্রহণ সম্পন্ন হয়।
এতে সভাপতি মো. আলী হোসেন (দৈনিক আমার সংবাদ) ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামসহ (এসএ টিভি) ১০জন শপথ নেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবদুন নুর (স্বাধীন সংবাদ), সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক), কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন (সকালের সময়), প্রচার সম্পাদক মামুনুর রশিদ (উপকূল কন্ঠ), নির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মঞ্জু (নোয়াখালীর সময়) ও অহিদ মিয়াসহ (আজকের সমাবেশ) ১০জন শপথ গ্রহণ করেন।
শপথ বাক্য পাঠ করান চন্দ্রগঞ্জ প্রেসক্লাব কর্তৃক নিয়োগকৃত নির্বাচন কমিশনার ও চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
এরপর কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগীয় উপ-কমিটি গঠন, নতুন সদস্য অন্তর্ভূক্ত করণ, প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইব্রাহীম খলিল মঞ্জুর বিরুদ্ধে থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করায় নিন্দা প্রস্তাব পাশসহ এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে আইনি যে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।