বিশেষ প্রতিনিধি :
স্মার্টফোন কিনে না দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে বরিশালের গৌরনদীতে মাহফুজা খানম নামে এক কিশোরী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। শনিবার (১৬ জানুয়ার) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মাহফুজা খানম ওই উপজেলার পশ্চিম বার্থী গ্রামের ইউসুফ আলীর মেয়ে। সে বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
গৌরনদী থানার পরিদর্শক মো. তৌহিদুজ্জামান জানান, কয়েকদিন ধরে স্মার্টফোন কিনে দেয়ার জন্য মা-বাবার কাছে বায়না ধরে মাহফুজা। স্মার্টফোন কিনে না দেয়ায় অভিমানে শনিবার দুপুরে সবার অজান্তে সে ঘরে থাকা কীটনাশক পান করে।
তিনি আরো জানান, মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে মাহফুজার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। সন্ধ্যায় খবর পেয়ে মাহফুজার মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ।