1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
রায়পুর-পানপাড়া সড়কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই | সময়ের নুর ডট কম রামগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি, ৪ ব্যবসায়ীর জরিমানা | সময়ের নুর ডট কম বেগমগঞ্জ গুলি, ওয়ান শুটারগানসহ গ্রেফতার-৩ | সময়ের নুর ডট কম রামগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু, তিনজন গ্রেপ্তার করে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে রিকশাচালককে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে দুলাভাইকে বাঁচাতে গিয়ে শ্যালকও মারা গেলেন | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে পুলিশের পৃথক দু’টি মামলায় বি এন পির ৯ নেতাকর্মী কারাগারে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর বাজারে ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ | সময়ের নুর ডট কম শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই দেশে দুর্নীতি কমে যাবে: দুদক ডিজি | সময়ের নুর ডট কম

যে সব বেসরকারি টিটি কলেজে ‘বিএড কোর্সে’ ভর্তি হওয়া যাবে

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৬৭৪ বার পঠিত হয়েছে

বি‌শেষ প্রতি‌বেদক :

২০২১ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলোতে বিএড কোর্সে ভর্তি চলছে । গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন শুরু হয়েছে, আগামী ৭ ডিসেম্বর ভর্তি কার্যক্রম শেষ হবে। বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলাদেশের সব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ মানসম্পন্ন টিচার্স ট্রেনিং কলেজ নয়। ২০০৮ সালে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সমস্যায় অভিযুক্ত মানহীন দেশের বিভিন্ন স্থানে ৩৭টি বেসরকারি টিটি কলেজকে লাল তালিকাভুক্ত করে বাতিলের জন্য সুপারিশ করে। সেসব কলেজে ভর্তি না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ধানমন্ডি ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান মঙ্গলবার সম‌য়ের নুর ডটকম কে বলেন, বেসরকারি টিটি কলেজে বিএড ডিগ্রি কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন সম্পন্ন করে স্ব স্ব কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

৩৭টি লাল তালিকাভুক্ত টিটি কলেজে ভর্তি না হতে পরামর্শ দিয়ে তিনি বলেন, বিএড কোর্সে ভর্তির আগে চিহ্নিত এসব কলেজে ভর্তি হলে নানাভাবে হয়রানি হতে হবে। এমপিওভুক্ত শিক্ষক ও উচ্চতর বিএড স্কেল পেতে মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড প্রশিক্ষণ গ্রহন করলে সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে।

তিনি আরো বলেন, মানসম্মত কলেজগুলোতে যাতে প্রশিক্ষণার্থীরা ভর্তি হতে পারেন, বিতর্কিত প্রতিষ্ঠানে যেন কেউ ভর্তি হয়ে বিপদে না পড়েন, সে কারণেই আমরা ভর্তির ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।

যেসব কলেজে ভর্তি হওয়া যাবেরাজধানীর শ্যামলী এলাকার খানবাহাদুর আহসান উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ, ধানমন্ডির ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরার ৫ নম্বর সেক্টরের আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার নবাবগঞ্জের হাশেম উদ্দীন বিএড কলেজ, নারায়ণগঞ্জের ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজ, চান্দনা এলকার গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ, গোপালগঞ্জের এম এ রউফ শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ফরিদপুরের সানফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ, রাজবাড়ি টিচার্স ট্রেনিং কলেজ, টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ, চরমারিয়া এলাকার কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ মুক্তাগাছার টিচার্স এডুকেশন কমপ্লেক্স, মাইজদীকোর্ট এলাকার নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ, লক্ষীপুর টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীর কাজলা এলাকার উত্তরবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুর বিএড কলেজ, ঢাকার লক্ষ্মীবাজার এলাকার ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ এবং বরগুনার লালমিয়া টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীর হেতেম খাঁ এলাকার আদর্শ শিক্ষক প্রশিক্ষণ কলেজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews