সময়ের নুর ডেস্ক :
দেশজুড়ে আলোচিত নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করাসহ সারাদেশে ধর্ষণ ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ নোয়াখালীবাসী। স্টুডেন্ট অব নোয়াখালীর ব্যানারে শুক্রবার বেলা ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে শত শত নোয়াখালীবাসী অংশগ্রহণ করেন।
সংগঠনের আহবায়ক রিমন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ঢাকায় বসবাসরত নোয়াখালীর বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গরা তাদের বক্তব্যে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।
সংগঠনের এডমিন প্যানেলের সদস্য মোঃ মোজাম্মেল এর সঞ্চালনা আরো বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমিতির সহ সভাপতি মন্জুরুল ইসলাম, নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ, ঢাকাস্থ বেগমগঞ্জ যুব কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান,সোনাইমুড়ী প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম, নোয়াখালী প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন টিটু, নোয়াখা দৈনিক লাখো কন্ঠের বার্তা সম্পাদক ওয়াসিম এমদাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।