পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কুয়েত যাচ্ছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও মন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। আজ রবিবার (৪ অক্টোবর) তিনি কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এ সফরে যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা পৌঁছে দেবেন ড. মোমেন।
৬ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ।
গত ২৯ সেপ্টেম্বর কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ মৃত্যুবরণ করায় দেশটির নতুন আমিরের দায়িত্ব পেতে যাচ্ছেন শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ।
তিনি সদ্যপ্রয়াত আমিরের সৎ ভাই।