নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যাগে । এসময় শতাধিক দিনমজুর-শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের জেলা যুবলীগের কার্যালয়ের সামনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন টিটু, যুবলীগনেতা শামীম আহমেদ প্রিন্স ও যুবলীগনেতা আব্দুল জব্বার লাভলুসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দরা ।