নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের আলোচিত স্বেচ্ছাসেবী সংঘঠন ” উত্তর জয়পুর জনকল্যাণ সংঘ”এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে ।
শুক্রবার (২৪ জুলাই) উত্তর জয়পুর ইউনিয়নের কয়েকটি মসজিদ, মাদ্রাসা, সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রে এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে ফলজ বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আবুল বাশার খোকন, সংঘের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন,সহ সভাপতি রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক ফয়সাল চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ । সংগঠনটি ইতিপূর্বে করোনা কালে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালিত করে সুনাম কুড়িয়েছিল।
সংগঠনের উপদেষ্টা কামাল চৌধুরী দূরালাপনীর মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর সার্বিক কার্যক্রম তদারকি করেন।
তিনি বলেন, সামাজিক সংগঠনের সাথে থেকে সমাজের সেবা করে যেতে চাই। এছাড়াও তিনি সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান।