নিজস্ব প্রতিবেদক :
লক্ষীপুরে কমল নগর উপজেলার ৮ নং চরকাদিরা ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে, আপন বড় ভাইয়ের হামলায় মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ছোট ভাই বোরহান হাওলাদার ।
শুক্রবার (৩ জুলাই) সকালে ইউনিয়নের ৩ নং ওয়াডের চরপাগলা গ্রামের হাওলাদার বাড়ীতে এ ঘটনা ঘটে ।
আহত বোরহান কমল নগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
খোঁজনিয়ে জানা যায়, হোসেন হাওলাদার বাড়ির রফিক উল্লা হাওলাদারের বড় ছেলে নোমান হাওলাদার তার আপন ছোট ভাই বোরহান হাওলাদার কে রড দিয়ে পিটিয়ে আহত করে।
একাধিক সূত্রে জানা যায়, নোমান হাওলাদার বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। নারী,মদ,জুয়া তার নিত্য সঙ্গি। নোমান প্রতারনা করে একাধিক বিবাহ করেছে বলেও জানা যায়। তার অসামাজিক কাজের কারনে ফজুমিয়ার হাট থেকে বাজার কমিটি তাকে বের করে দেয়।
তার মা বলেন, আমার বড় ছেলে নোমান একজন খারাপ মানুষ, সে আমার কথা শুনেনা। তার কারণে আজ আমি সমাজে মুখ দেখাতে পারি না। এমন কোন খারাপ কাজ নেই যা সে করে নাই। আমার ছোট ছেলে বোরহান কে সে আরও অনেক বার মেরেছে। তার জায়গা জমি ভোগ করছে নোমান। আজ ভোরে সে রড দিয়ে পিটিয়ে আমার ছোট ছেলে কে আহত করে। আমি এর উপ যুক্ত বিচার চাই।
আহত বোরহান কান্না জড়িত কন্ঠে বলেন, আজ ভোরে আমার বড় ভাই নোমানের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটা কাটি হয় এক পর্যায়ে নোমান,তার ছেলে সিয়াম, স্ত্রী শাহিন এবং মেয়ে রাহি আমার উপর জাপিয়ে পড়ে মারতে শুরু করে। মারতে মারতে আমারকে মাটিতে পেলে আমার বুকের উপর উঠে দাড়িয়ে থাকে, আরএকটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম । আশেপাশের মানুষ উদ্ধার না করলে আমাকে তারা মেরেই ফেলতো । আমি এর উপযুক্ত বিচার চাই।
এলাকাবাসীর জোর দাবি নেশাগ্রস্থ অত্যাচারী নোমানের যেন উপযুক্ত সাজা হয়।