নিজেস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর থেকে অস্ত্রসহ হত্যা মামলায় পরোয়ানাভূক্ত আসামি শাহ আলমকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১জেুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার (২০ জুন) রাতে বশিকপুর ইউনিয়নের মেহের আলী ভূঁইয়া বাড়ির পাশে থেকে গ্রেপ্তার করা হয় তাকে । গ্রেপ্তার হওয়া শাহ আলম স্থানীয় সাহাবুদ্দিন মাষ্টারের ছেলে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করাহয় বলে পুলিশ জানায়।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শাহ আলমকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ।
২০১৪ সালে লক্ষ্মীপুর থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়া শাহ আলমের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় আরো একটি মামলা হয়েছে।