সময়ের নুর ডেস্ক :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে সম্মিলিত মানুষের মঞ্চ নামের একটি সংগঠন। আগামী সোমবার (১৫ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিটি পালন করবে তারা। ‘করোনা বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং করোনা-গণহত্যার জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও বিচার চাই’ দাবিতে এই কর্মসূচি পালন করবে সম্মিলিত মানুষের মঞ্চ।
আরমান হোসেন আয়োজকদের একজন গণমাধ্যম করমীদের বলেন, ‘করোনার থেকেও এখন ভয়ংকর ব্যাপারটা হচ্ছে- সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে হাসপাতালে দ্বারে দ্বারে ঘুরে মরে যাওয়া। রোগীরা পর্যাপ্ত অক্সিজেনও পাচ্ছে না, মারা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, আমরা করোনা মোকাবিলায় প্রস্তুত। এই তার নমুনা! আবার স্বাস্থ্যকর্মীদের দেয়া হয়েছে নকল মাস্ক, পিপিই। এতে চিকিৎসা দিতে গিয়ে অনেকে চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গেছেন। তাই করোনা বিষয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং করোনা-গণহত্যার জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ ও বিচার চাই।’
স্বাস্থ্যখাতের বর্তমান ভঙ্গুরতা তুলে ধরে আরমান হোসেনের প্রশ্ন, ‘যাদের হাতে স্বাস্থ্যসেবার উন্নয়নের কথা ছিল, তারাই সরকারি হাসপাতালে সেবা না নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে। কেন তাদের হাতে গড়া এই স্বাস্থ্য ব্যবস্থায় তারা সেবা নিচ্ছেন না, কেন স্বেচ্ছায় সাধারণ মানুষকে হত্যার এ আয়োজন?’