আন্তর্জাতিক ডেস্ক :
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন সরকারের হাতে বন্দী থাকা অবশিষ্ট তালেবান সদস্যদেরও শীঘ্রই মুক্তি দেয়া হবে । বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।
ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টার এবং ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত একটি ফোরামে ঘানি বলেন, ইতিমধ্যে তিন হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে অতিরিক্ত দুই হাজার বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে। তালেবান সদস্যরা কাবুলে তাদের বন্দীদের চিহ্নিত করছে যে এক হাজার আফগান নিরাপত্তা কর্মীর বিনিময়ে তাদের বন্দীদের কারাগার থেকে মুক্তি দিচ্ছে।
ঘানি বলেন, ‘আমি মনে করি এখন আমরা সঠিক পথে আছি এবং আগামী সপ্তাহে আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিশ্বকে জানাতে সক্ষম হব।’