নিজস্ব সংবাদদাতা :
যাত্রীবাহী লেগুনা ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আমিন উল্যা (৫৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলায়। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন উল্যা রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় জমিদারহাট বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আমিন উল্যা মোটরসাইকেল নিয়ে রামগতির জমিদারহাট থেকে কমলনগর হাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, পালিয়ে যাওয়ায় লেগুনা চালককে আটক করা সম্ভব হয়নি। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।