বিশেষ সংবাদদাতা :
নোয়াখালী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু অর্ধেক বেগমগঞ্জ উপজেলার হওয়ায় প্রশাসন ৩য় দফা লকডাউন করেছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার।কিন্তু ব্যবসায়ীরা লকডাউন না মেনে বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও যানবাহনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব না থাকায় দিন দিন করোনা সংক্রমন বেড়েই চলছে।
আজ শুক্র (৫ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ২৪ জন। এছাড়া নতুন করে ৩৯ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৮০ জন।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন।তাদের মধ্যে ৩৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।৭২২ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৯৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমন হার বেড়ে যাওয়ায় জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে, যা চলবে আগামী ৭ই জুন পর্যন্ত।