নিজস্ব প্রতিবেদক :
মহামারী করোনাভাইরাস সংক্রমনের কারনে দেশজুড়ে এ বেহাল দশায় সংবাদকর্মীরা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। এ অবস্থায় চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ উপহার দিলেন প্রবাসী সাংবাদিক আল মামুন শিপন ।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের স্থানীয় কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
সাংবাদিক আল মামুন শিপনের পক্ষথেকে প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ সামগ্রী বিতরণ কালে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে শিপন তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমিও একজন সংবাদকর্মী আমি আপনাদের সহকর্মী , আমি আপনাদের পরিবারের একজন, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এ উপহার প্রদান করেছি”।
“আমি যে কোন সময় সুখে দু:খে আপনাদের পাশে আছি এবং থাকবো”।
এসময় তিনি মহামারী করোনায় সাবধনতা অবলম্বন করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পরিচালনা করারও আহবান জানান।
উল্লেখ্য, প্রবাসী সাংবাদিক আল মামুন শিপন দীর্ঘ দিন থেকে সময় টেলিভিশন এর জেদ্দা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন । এছাড়াও দৈনিক ইত্তেহাদ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার পশ্চিমাঞ্চলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
আল মামুন শিপন,লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর গ্রামের মোল্লা বাড়ির মরহুম হাজী নুরুল আমিন মোল্লার সুযোগ্য সন্তান।
ভিডিও কলের সময়, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষথেকে ক্লাবের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সংক্ষিপ্ত আকারে অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রবাসী সাংবাদিক আল মামুন শিপন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানা।
এসময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্ধ ও সাধারণ সদস্যদের অনেকেই উপস্থিত ছিলেন।