নিজস্ব সংবাদদাতা :
চারটি অস্ট্রেলিয়ান গরু চুরি হয়েছে লক্ষ্মীপুর সদর উপজে- লার মান্দারী ইউপির মোহাম্মদনগর গ্রামের মীর বাড়ি থেকে। যার আনুমানিক বাজার মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা।
শনিবার (০৯ মে) ভোররাতে সেহেরী খাওয়ার আগে যে কোনো সময় অষ্ট্রেলিয়ান জাতের গরু ৪টি মুন্সির খামার থেকে চুরি হয়।
চন্দ্রগঞ্জ থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ এপ্রিলের ঘুর্ণিঝড়ে মোহাম্মদ -নগর বক্সআলী বাড়ির গরুর খামারী জিয়াউর রহিম মাক-সুদের খামার ঘরটি বিধ্বস্ত হয়। এতে স্থানীয়দের সহায়তায় বিধ্বস্ত খামার থেকে উদ্ধার করে গরুগুলো আশপাশের বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এসময় মীর বাড়ির মুন্সির খালি গরুর খামারেও চারটি গরু রাখা হয়।
শনিবার সেহেরি খাওয়ার আগে আনুমানিক ২টা দিকে মুন্সির গরুর খামার থেকে চারটি গরুই চুরি হয়ে যায়।
স্থানীয়দের ধারণা, গরুগুলোকে খামার থেকে বের করে প্রায় ৩০০/৪০০ ফুট দুরে নিয়ে ছোট ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে করোনা সংক্রমণের কারণে লকডাউন শুরু হওয়ার পর থেকে মান্দারী ইউনিয়েনে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,মান্দারী খানা বাড়ির সিরাজের একটি, বুড়ির নাতির বাড়ির নবী মাষ্টারের একটি, গন্ধব্যপুর পোদ্দার বাড়ির একটি ও মান্দারী মালেক ডিলারের ভাই খালেকের একটিসহ কয়েকটি গরু চুরি হয়েছে ।