নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে এপর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬০ জন। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছে ৬ জনের । এখনো পর্যন্ত এ জেলায় সুস্থ হয়েছেন ১৪ জন। যার মধ্যে আজ শনিবার (৯ মে) বিকেলে করোনা জয়ী ৯ জনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপহার ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, ৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর নতুন করে ৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ জনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন রোগী শহরের মিলেনিয়াম হাসপাতালের সেবিকা। তাদেরকে সেখানে রেখেই চিকিৎসা দেওয়া হবে।
সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সদর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় ৬০ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদরে ২৪, রামগঞ্জে ১৯ (এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ ছিল), রায়পুরে ২, রামগতিতে ৮ ও কমলনগরে ৭ জন। চিকিৎসা নিয়ে কমলনগরে ৩, রামগতিতে ১ ও রামগঞ্জে ১০ জন (নতুন ৯ জন) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত লক্ষ্মীপুর থেকে সংগৃহকৃত নমুনা পরীক্ষায় ১২৬৫ জনের করোনা নেগেটিভ এসেছে।