নিজস্ব প্রতিনিধি :
নিখোঁজের ৫দিন পর দেড়বছর বয়সী শিশু ফারজানা সুলতানা রাহিমার মরদেহ মিলেছে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে-নিজ বাড়ির টয়লেটের সেপটি ট্যাংকিতে।
গত মঙ্গলবার (০৫ মে) দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জ ইউপির পূর্বরাজাপুর গ্রামের ফয়েজ আহাম্মদ মনুর নতুন বাড়ি থেকে শিশু রাহিমা নিখোঁজ হয়।
শনিবার( ৯ মে) দুপুর ১২টায় ওই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এসময় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি )মো. জসীম উদ্দীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলামসহ অন্যান্য অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মৃত শিশু রাহিমার স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে পূর্বরাজাপুর গ্রামের ফয়েজ আহাম্মদ মনুর ১৮ মাস বয়সী শিশুকন্যা রাহিমা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দিনভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন নিখোঁজ শিশুর বাবা ফয়েজ আহাম্মদ মনু।
আজ শনিবার সকালে লাশের দুর্গন্ধ পেয়ে টয়লেটের ভাংগা অংশে ঢেকে রাখা টিন উল্টে দেখেন ভিতরে শিশু রাহিমার লাশ পড়ে আছে। পরে চন্দ্রগঞ্জ থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, শিশু রাহিমা নিখোঁজের ৫দিন পর তাদের নিজবাড়ির টয়লেটের সেপটি ট্যাংকিতেই তার মরদেহ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষেই জানা যাবে যে, শিশুটি কীভাবে টয়লেটের ট্যাংকিতে ডুকলো, নাকী কেউ হত্যা করে সেখানে লাশ লুকিয়েছে। এবিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
এদিকে লক্ষ্মীপুরের সিআইডির একটি টিম এসে তারাও ঘটনাস্থল পরিদর্শন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।