নিজস্ব সংবাদদাতা :
ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহত পুলিশ সদস্য শ্রী রঘুনাথ রায়ের মরদেহ লক্ষ্মীপুরের নিজ গ্রামের বাড়িতে সৎকার করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে জেলা পুলিশের উপস্থিতিতে সদর উপজেলার কাফিলাতলি গ্রামে নিহতের মরদেহ সৎকার করা হয়।
সদর থানা পুলিশ সূত্র জানায়, রঘুনাথ রায় ঢাকা মেট্রো-পলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম-দক্ষিণ) বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ সদস্য রঘুনাথ রায় মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বুধবার (৬ মে) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুপুরে তার মরদেহ কাফিলাতলি গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। পরে বিকেলে ধর্মীয় বিধান অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্য রঘুনাথ রায়ের মরদেহ নিয়ম অনুযায়ী সৎকার করা হয়েছে।