নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন হতে তাহমিনা আক্তার তারিন (১৮) নামের প্যারামেডিক্যাল- কলেজে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের ফোরকানিয়া এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
কলেজছাত্রী তারিন ওই এলাকার আবদুর রহিমের মেয়ে। সে ঢাকার একটি কলেজে প্যারামেডিক্যালে পড়তো। স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যানের সঙ্গে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
কমলনগর ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।