নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুর জেলা শহরে রাতের অন্ধকারে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দূর্বত্তরা, এসময় মন্দিরে অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়।
২৬ এপ্রিল (রোববার) ভোররাতে শহরের শাঁখারীপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
রাতে দূর্বত্তরা মন্দিরের গ্রীল কেটে ঢুকে কালী মন্দির ও শীতলা মন্দিরের দুইটি প্রতিমা ভাংচুর করে ও অগ্নিসংযোগের চেষ্টা করে। সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পান বলে জানান, মন্দির কমিটি সদস্য সমীর সাহা ।
এ বিষয়ে সদর থানা ওসি আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে তারা ফেরার পর বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।