নিজস্ব সংবাদদাত :
লক্ষ্মীপুরের কমলনগরে জ্বর ও শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজীব ।
শনিবার(২৫ এ প্রিল) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামে নিজের বাড়িতে তিনি মারা যান।
মেডিকেল অফিসার জানান, ৪৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার শ্বাসকষ্টের সঙ্গে জ্বর দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আইসোলেশন ইউনিটে চিকিৎসা দিয়ে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যেতে বলা হলেও স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। শনিবার সকালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, মৃত নারীর শরীরে করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, এ ঘটনায় মৃত নারীর বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।