নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু করা হবে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে । গত মঙ্গলবার নোয়াখালীজেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ-সংক্রান্ত অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এর আগে গত ১৬ এপ্রিল এ বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। এ ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগিতা নেয়ার বিষয়টি উলেস্নখ করা হয়েছে।
নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সভাপতি ফজলে এলাহী খাঁন এ ব্যাপারে জানান, গত ৩১ মার্চ কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছালাম করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা চালুর লক্ষ্যে আরটি-পিসিআর মেশিন, টেস্ট কিট ও সুরক্ষাসামগ্রী চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। ওই আবেদনের অনুলিপি স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক তন্ময় দাস জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে কোভিড-১৯ পরীক্ষায় প্রয়োজনীয় মেশিনপত্র দিয়ে সহযোগিতা দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সম্মত হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় থেকে মেশিনগুলো মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে প্রতিস্থাপনসহ আনুসঙ্গিক কিছু কাজ শেষ করেই করোনার শনাক্তকরণ টেস্ট শুরু করা হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ সপ্তাহখানেক সময় লাগতে পারে।