নোয়াখালী প্রতিনিধি :
২২০০ পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ জন্মস্থান নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার হতরিদ্র ও কর্মহীদের জন্য তিনি এ উপহার দিয়েছেন ।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে এসব খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
কোম্পানিগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীর উপস্থিতিতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান ইমাম রাসেল, চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর।