নিজস্ব প্রতিনিধি:
করোনাভাইরাস আক্রান্ত এক ব্যাক্তি হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে থেকে। আজ (১৮ এপ্রিল) শনিবার সকালে বাসা থেকে তিনি পালিয়ে যান ।
খোঁজ নিয়ে জানা যায়, (১৭ এপ্রিল) পৌরসভা এলাকার দাশ বাড়ীতে আত্মীয়ের বাসায় কক্সবাজার থেকে আসা কার্তিক দাশের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসলে আইইডিসিআর এর নির্দেশনা মোতাবেক রামগঞ্জ ইউএসসি এর তত্ত্বাবধায়নে তাকেঐ আত্মীয়ের বাড়ীতেই হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, আক্রান্ত ব্যাক্তি ফরিদগঞ্জ উপজেলার তিনি কক্সবাজার থেকে পালিয়ে রামগঞ্জে তার আত্মীয়ের বাড়ীতে এসেছিলো। এখান থেকে রাতে পালিয়েছে। তার অবস্থান চিহ্নিত করতে চেষ্টা করছি।