নিজস্ব প্রতিনিধি :
লক্ষীপুর জেলায় নতুন ১৭ জনসহ মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১৩, কমলনগরে ৩ এবং লক্ষ্মীপুর সদরে ১জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯.৪০টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।
এ নিয়ে লক্ষ্মীপুরে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৯। এর আগে ১২ এপ্রিল তারিখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ১ এবং রামগতিতে ১জন রোগীর দেহে করোনা সনাক্ত হয়।
নতুন ১৭ জনের মধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগরে ৩ জন ও সদর উপজেলায় ১ জন।
প্রসঙ্গত, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে লক্ষ্মীপুরে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। কিন্তু লক্ষ্মীপুরের হাট-বাজারগুলোতে জনগণের ভীড় লেগেই থাকে। এরমধ্যে নারায়ণগঞ্জ থেকে গত ও চলতি সপ্তাহে শতাধিক মানুষ লক্ষ্মীপুরে এসেছে এবং এরাই লক্ষ্মীপুর জেলাকে বেশী ঝুঁকির মধ্যে পেলেছেন ।