নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জের বেড়িবাজার আইডিয়াল স্কুলে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টা থেকে শুরু করে সন্ধা পর্যন্ত চিকিৎসা সেবা দিবে তারা।
কুমিল্লা ক্যান্টনমেন্ট সূত্রে জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রাহাতের নেতৃত্বে সিএমএইচ’র সামরিক চিকিৎসক ক্যাপ্টেন মোঃ শাকিব স্থানীয় এলাকাবাসীকে এ চিকিৎসাসেবা প্রদান করবেন।
উল্লেখ্য লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার ঢাকা থেকে আসা এক পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন লামচর ইউনিয়ন লকডাউন ঘোষণা করেন।