নিজস্ব প্রতিবেদক :
কোভিড-১৯ মহামারির কারণে দেশের চলমান কঠিন পরিস্থিতিতে ভাইরাস প্রতিরোধে নোয়াখালী জেলা লকডাউন। এ অবস্থায় অযথা বাহিরে ঘুরাঘুরি না করে জনগনকে বাসায় থাকার নির্দেশ দিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন ।
বুধবার (১৫ এ প্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা ও বাজারে অযথা ঘুরাঘুরির করার অপরাধে নোয়াখালী বেগমগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে অর্থদণ্ড করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, সরকারি নির্দেশ অমান্য করে লোকজন অহেতুক ঘুরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে চৌমুহনী চৌরাস্তা থেকে ১০, রেল স্টেশন থেকে ১০, চৌরাস্তা থেকে ১০, রঞ্জনবিবি থেকে কাচারিবাড়ী মসজিদ এলাকা থেকে ৫, ও জিরতলী বাংলা বাজার থেকে ৫জনকে আটক করা হয়েছে।
পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলমের আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২’শ টাকা করে অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো: আলমগীর হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিদের্শনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। বাহির থেকে আসা যেসব ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা মানছে না তাদের তথ্য নেওয়া হচ্ছে। কোয়ারেন্টাইন অমান্যকারীদের আটক করে আইনের আওতায় আনা হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার অনুরোধও করেন তিনি।