সময়ের নুর ডেস্ক:
বাংলাদেশের চলমান ভয়াবহ পরিস্থিতিতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ ভাজনদের নমুনা সংগ্রহ করতে, দক্ষিণ কোরিয়ার মডেলে রাজধানী ঢাকাসহ সারাদেশে তিন শতাধিক বুথ (কিয়স্ক) স্থাপিত হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে সারাদেশে ৪৪টি বুথ স্থাপনের কার্যক্রম শেষ হয়েছে। তার মধ্যে নারায়ণগঞ্জে আটটি , ঢাকার সরকারি তিতুমীর কলেজে একটিসহ মোট আটটি ও বাকিগুলো বিভিন্ন বিভাগে স্থাপনের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এমন সর্বমোট ৩২০টি বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে ব্যস্ততার কারণে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় এসব বুথ বসানো হচ্ছে। মূলত স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ বুথগুলো বসানো হবে।
স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ধরনের বুথ স্থাপনের ফলে পরীক্ষার জন্য বারবার হটলাইনে ফোন করতে হবে না। ফলে জনগণের ভোগান্তি কমবে। পরীক্ষার জন্য যে কেউ নির্ধারিত বুথে গিয়ে নমুনা দিতে পারবেন। সংস্থাটির নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য অধিদফতরের নিজস্ব পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হবে।
সন্দেহভাজন রোগীদের কাছ থেকে এসব নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা থাকবে বলে ওই কর্মকর্তা জানান। দক্ষিণ কোরিয়ার সিউলের একটি হাসপাতাল এইচ প্লাস ইয়াং জি এ ধরনের বুথের মাধ্যমে পরীক্ষার সুবিধা চালু করেছিল। পরবর্তীতে ভারতের কেরালা রাজ্য এটি চালু হয়।