নিজস্ব প্রতিবেদক :
কোভিড-১৯ এর কারনে দেশের চলমান ভয়াবহ পরিস্থিতিতে “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” এ শ্লোগানকে সামনে রেখে দেড় শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে,”উত্তর জয়পু জনকল্যাণ সংঘ” নামে লক্ষ্মীপুর জেলা সদরের ৯নং উত্তর জয়পুর ইউনিয়নে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্চাসেবী সংগঠন ।
শনিবার ( ৪এপ্রিল) করোনার প্রভাবে ঘরে থাকা দিন মজুরও নিম্ন মধ্যবিত্বদের পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।
জানা যায়, সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ কে সন্মান দেখিয়ে সংগঠনটির তরুণ সদস্যরা এলাকায় পায়ে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে অভাবগ্রস্ত পরিবারদের এই খাদ্য সামগ্রী পৌছিয়ে দিয়ে এসেছেন ।
খোঁজ নিয়ে জানা যায়, এ স্বেচ্চাসেবী সংগঠনটি গঠিত হয়েছে এক ঝাঁক সুশিক্ষিত,মার্জিত ও মানব প্রেমি যুবক ও তরুণদের ঐকান্তিক প্রচেষ্টায় । ইতোপূর্বেও তারা অনেক সমাজসেবা মূলক কর্মকান্ডে ভূমিকা রেখে প্রশংসা কুড়িয়েছে ।
জানতে চাইলে সংঘের প্রধান উপদেষ্টা কামাল চৌধুরী বলেন, “কেবল নিজের স্বার্থরক্ষাই মানব জীবনের লক্ষ্য নয়। পরস্পর পরস্পরের কল্যাণে ও উপকারের মাধ্যমেই গড়ে উঠেছে মানব সভ্যতা। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতাই মানব জাতির সমাজ বন্ধনের ভিত্তি। এ পথেই মানুষ পায় বাঁচার আনন্দ, অর্জন করে জীবনের সার্থকতা, তাই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা”।
খাদ্য সামগ্রী পৌছিয়ে দিতে উপস্থিত ছিলেন, সাহাব উদ্দিন,আরিফ চৌধুরী,বাপ্পী সৈকত,পয়সাল,বাকি চৌধুরী, কামরুল ইসলাম,জাহাঙ্গীর আলম,রেজাউল করিম,ফরহাদ,রিয়াজ প্রমূখ ।