1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
ঋণ-আমানতের সুদহারে সীমা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের বশিকপুরে স্ত্রী-সন্তানদের আটকে রেখে ঘরে আগুন, প্রাণ গেলো দুজনের | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে বিচারকের নির্দেশে কাঠগড়ায় আসামিকে থাপ্পড়! | সময়ের নুর ডট কম নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১ | সময়ের নুর ডট কম পূর্ব বিরোধের জেরে ‘লোক ভাড়া করে’ প্রতিবেশীর ঘরে ডাকাতি পুরোনো শীতের কাপড় ও লেপ-কম্বল ব্যবহারের আগে যা করবেন | সময়ের নুর ডট কম সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুর সদর-৩ আসনে আ.লীগের এমপি প্রার্থীর মতবিনিময় | সময়ের নুর ডট কম ষষ্ঠ-সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পেছালো | সময়ের নুর ডট কম রাজধানীতে ১০ দিনে গ্রেফতার ১৮৮৪ | সময়ের নুর ডট কম

ট্রাম্পের হুমকি ! ভারত ওষুধ না দিলে ‘পাল্টা ব্যবস্থা’

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ১৪৩ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক ড‌েস্ক :

ম্যালেরিয়ার বিরুদ্ধে বেশ কার্যকর হাইড্রক্সিক্লোরোকুইন কোভিড ১৯-র চিকিৎসায়ও ভালো ফল দিতে পারে বলে অনেকে মনে করছেন।

করোনাভাইরাস মোকাবেলায় ওষুধটির সফলতা নিয়ে বিশেষজ্ঞদের আশাবাদের মধ্যে ভারতের সরকার সপ্তাহ দুয়েক আগে হাইড্রক্সিক্লোরোকুইনের রপ্তানি করবেনা বল‌ে জোনান ।

কিন্তু, ট্রাম্প ‘পাল্টা ব্যবস্থা’ নেয়ার হুমকি দেয়ার একদিনের মাথায়ই মঙ্গলবার ভারত সরকার সুর বদলে ফেলে বলে জানিয়েছে এনডিটিভি।

‘মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে’ এ ম্যালেরিয়ার ওষুধটি পাঠানো হবে, বলেছে তারা।

এর আগে রোববার ট্রাম্প টেলিফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠানোর অনুরোধ করেছিলেন।

“আমি খুব বিস্মিত হবো যদি তিনি ( মোদী) ওষুধটি দিতে রাজি না হন, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক বিদ্যমান,” সোমবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

ত‌িনি আরো বলেন, তার আমাকে এটা বলতে হবে। রোববার সকালে তাকে ফোন করেছিলাম আমি। বলেছি, তিনি যদি ওই সরবরাহ ছাড় করেন, তাহলে আমরা খুশি হবো। তিনি যদি না দেন, তাহলে ঠিক আছে। অবশ্যই, পাল্টা ব্যবস্থা হতে পারে। কেন নয়,” বলেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগেও হাইড্রক্সিক্লোরোকুইনকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে অ্যাখ্যায়িত করেছিলেন; যদিও ম্যালেরিয়ার এ ওষুধ কোভিড-১৯ মোকাবেলায় সফল, তা বলার সময় এখনো আসেনি, বলছেন বিশেষজ্ঞরা।

ভারতের কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) গত মাসে করোনাভাইরাসের চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছিল।

এরপর ২৫ মার্চ নয়া দিল্লি এই ওষুধ রপ্তানি স্থগিত রাখার ঘোষণা দেয়; যদিও তাতে মানবিক কারণে প্রয়োজনে ওষুধটি পাঠানোর সিদ্ধান্ত নেয়ার সুযোগ রাখা ছিল।

মঙ্গলবার সকালে ভারতের সরকার বলেছে, করোনাভাইরাস মহামারীতে ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলোতে’ হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হতে পারে।

“মহামারীর সময় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সক্ষমতার উপর নির্ভরশীল প্রতিবেশী দেশগুলোতে উপযুক্ত পরিমাণ প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এই জরুরি ওষুধগুলো আমরা অন্যান্য কিছু দেশেও সরবরাহ করবো, মহামারীতে যারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এ বিষয় নিয়ে কেনো ধরনের রাজনীতির চেষ্টাকে আমরা নিরুৎসাহিত করছি,” বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

ভারতীয় গণমাধ্যমগুলোর অনুমান, ট্রাম্পের অনুরোধেই ভারত তাদের নিষেধাজ্ঞা শিথিল করেছে। যুক্তরাষ্ট্রের কথা বিবেচনায় নিয়েই নয়া দিল্লি এখন ‘মহামারীতে মারাত্মক ক্ষতিগ্রস্ত’ দেশগুলোতে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাতে রাজি হয়েছে বলে ধারণা তাদের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৬৮ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে; মৃতের সংখ্যা ১১ হাজার ছুঁইছুঁই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews