নিজস্ব প্রতিবেদক :
শ্বাস কষ্ট, খিচনী নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দুইবছর তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে । নিহতের বাড়ী উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়েনের তোরাবগঞ্জ গ্রামে।
শুক্রবার(৩ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর নিহতের বাড়ীরসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, গত দুদিন আগে শিশুটির শ্বাস কষ্ট বেড়ে যায়। আজ সন্ধ্যায় খিচুনী, শ্বাস কষ্টে সে মারা যায় ।
কভিড -১৯ উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হবে।
তিনি আরো জানান, এ ঘটনায় ৩টি বাড়িকে লক ডাউনে রাখা হয়েছে ।