নিজস্ব প্রতিনিধি:
অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এসএ টিভি ও জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলাম। তিনি স্থানীয় দৈনিক রব পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে লক্ষ্মীপুর থেকে লোকাল বাসে রামগতি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন তিনি।
পরে আলেকজান্ডার স্টেশনে পৌঁছলে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক সহিদের সাথে থাকা কী কী মালামাল খোয়া গেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।