নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ব্যতিক্রমী’শিক্ষা ও সাংস্কৃতিক মেলা’অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ২৭, ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি। ইতিহাসখ্যাত লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়িতে ৩ দিনের এ বিশেষ মেলার যৌথ আয়োজন করেছে স্থানীয় সাহিত্য বাসর,বিডিক্লিন,কাদামাটি মিডিয়া
এবং তারুণ্য সংঘ নামের কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সায়ীদ। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে “উইন্স কেয়ার”।
ব্যতিক্রমী এ মেলার প্রধান উদ্যোক্তা ও বিনোদন সাংবাদিক আলা উদ্দিন সাজু গনমাধ্যমের কর্মীদের বলেন,
লক্ষ্মীপুরের হাজার বছরের ব্যতিক্রম ইতিহাস, সংস্কৃতি এবং এ অঞ্চলের নানা রীতিনীতি দেশ-ব্যাপী তুলে ধরার প্রয়াসে আমরা কয়েকটি স্থানীয় সামাজিক সংগঠনের মাধ্যমে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছি। আমরা আশা করি এটি সত্যিকার অর্থে একটি মেলা হবে। এ মেলা থেকে দর্শনার্থীরা নতুন কিছু জানতে পারবে ।
মেলায় থাকছে বই স্টল,স্থানীয় উৎপাদিত কুটির শিল্প স্টল, সয়াবিনে রকমারি পণ্য স্টল, নারিকেলের রকমারি পণ্য স্টল, পিঠা স্টল, বিজ্ঞান স্টল, গনিত স্টল,ফুল ও ফলের গাছের স্টল,দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ স্টল, আঞ্চলিক ভাষা শিক্ষার বই স্টল এবং বিভিন্ন গ্রামীণ খাদ্য স্টল।