বিশেষ প্রতিনিধি :
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তুবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন।
রোববার ( ২৪ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে নিহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আহত শ্রমিক ও নিহতের স্বজনেরা।
পরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে শ্রমিক নেতারা বলেন, তাজরীন ফ্যাশনে পরিকল্পিতভাবে লাগানো আগুনে ১১৩ জন শ্রমিক নিহত ও তিন শতাধিক শ্রমিক আহত হয়। অগ্নিকাণ্ডের সাত বছর পার হলেও এখন পর্যন্ত খুনি মালিকের কোনো বিচার হয়নি। পোশাক শিল্পের ইতিহাসে ভয়াবহ এই দুর্ঘটনায় আহত এবং নিহত শ্রমিক পরিবারের সদস্যরা এখনও তাদের উপযুক্ত ক্ষতিপূরণ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।
শ্রমিকদের জন্য যে ক্ষতিপূরণ সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়েছিল তার হিসাবও চান শ্রমিক নেতারা। অবিলম্বে অসহায় এইসব শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন তারা।