নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে দুপুরের ঘুম থেকে ডেকে নিয়ে ৮ বছর বয়সী এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক আল আমিনের বিরুদ্ধে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে পৌরসভার পশ্চিম লাহারকান্দি এলাকার এ ঘটনা ঘটে। এদিকে অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশে সৌপর্দ করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত শিক্ষক আল আমিন রওযাতুল উলূম ইসলামীয়া মাদ্রাসায় তিন দিন পূর্বে যোগদান করেছেন। তিনি নোয়াখালি জেলার চর জব্বার গ্রামের খলিলুর রহমানের ছেলে। বলাৎকারের শিকার ছাত্র ওই মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরের খাবারের পর অন্যদের সাথে মাদ্রাসায় ঘুমিয়েছেন বলাৎকারের শিকার হওয়া ছাত্র। অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রকে ঘুম থেকে ডেকে নিয়ে যায় তার রুমে। সেখানে জোরপূর্বক ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন।
পরে ওই ছাত্র বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি জানান। এরপর তার অভিভাবক স্থানীয়দের নিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। খবর পেয়ে পুলিশ শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
তবে এ ঘটনায় রওযাতুল উলূম মাদ্রাসার প্রধান শিক্ষকের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান এ বিষয়ে বলেন, বলৎকারের ঘটনায় একজন মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।