রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেলের ওপর হামলা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ এ ঘটনাটি ঘটিয়েছে বলে সোহেলের ভাই শহীদ অভিযোগ করেছেন।
রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা বাবু নামে একজন আহত হয়। খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত সোহেলের ভাই শহীদ জানান, আধিপত্য বিস্তার করতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ মাইক্রোযোগে অস্ত্রধারীদের নিয়ে ঘটনাস্থল এসে সোহেলের ওপর হামলা করে। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়। সোহেল উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় শুভ পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে।
অপরদিকে ছাত্রলীগে নেতা মেহেদী হাসান শুভ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ হামলার সঙ্গে আমি জড়িত নই। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তাও জানি না। আমি প্রতিহিংসার স্বীকার।
এদিকে খবর পেয়ে রাতেই জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান হাসপাতালে সোহেলকে দেখতে যান।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান জানান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন শেষে সোহেল বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল পৌঁছালে কে বা কারা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জিয়াউল হক বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর রামগঞ্জ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।