চন্দ্রগঞ্জ প্রতিনিধি :
বর্ণাড্য আয়োজনে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করছে। চন্দ্রগঞ্জ থানা ঘোষনার ৫বছর অতিবাহিত হলেও এটিই ছাত্রলীগের প্রথম সম্মেলন।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা একেএম শাহজাহান কামাল।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, বিজন বিহারী ঘোষ, আবুল কাশেম চৌধুরী, রাসেল মাহমুদ মান্না,সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
সম্মেলনের উদ্ভোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।
বক্তারা বলেন, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীরা সবসময় অসহায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। এখানে অছাত্র-মাদকসেবীদের স্থান নেই। ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজিতে কখনোই জড়াবে না। তারা পড়লেখার পাশাপাশি জনকল্যাণে কাজ করবে।
প্রসঙ্গত, ২০১৪ সালে লক্ষ্মীপুরে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়। এরপর থেকে এতে আহবায়ক কমিটি দিয়েই ছাত্রলীগ পরিচালিত হয়ে আসছিল ।