নিজস্ব প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুর জলা শহরে ছাত্রদল বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের চক বাজার থেকে শুরু হয়ে ঝর্ণা ফার্মেসি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা আবদুর রহিম রাজন, আমির আহম্মদ রাজু প্রমুখ।
নেতারা তাদের বক্তব্যে বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি করে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে। গণতন্ত্র নেই বলেই আবরার হত্যার মত ঘটনা ঘটেছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই সাধারণ ছাত্ররা নির্যাতিত হচ্ছে। আমরা খালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার দ্রুত বিচার চাই।