বিশেষ প্রতিবেদক:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির তদন্ত কমিটি।
আলোচিত এই উপাচার্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিকস্খলনের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছিল। গোপালগঞ্জে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলে প্রতিবেদন জমা দিয়েছেন তারা।
রোববার ওই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মো. কাজী শহীদুল্লাহ জানিয়েছেন।
তদন্ত কমিটি সকালেই ইউজিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসির জনসংযোগ বিভাগের পরিচালক শামসুল আরেফিন জানিয়েছেন।
ওই প্রতিবেদনে উপাচার্যকে অপসারণের সুপারিশ করা হয়েছে বলে ইউজিসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।
উপাচার্য নাসিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এক ফেইসবুক পোস্টের জন্য গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সময়িক বহিষ্কার করার পর উপাচার্য নাসিরের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়।
এর মধ্যে জিনিয়া ও উপাচার্যের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়, যেখানে ওই ছাত্রীকে বকাঝকা ও হুমকি-ধমকি দিতে শোনা যায় উপাচার্যকে। মেয়েটির বাবাকে নিয়েও তীর্যক মন্তব্য করেন তিনি।
এরপর আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা, বিক্ষোভের মুখে ১৮ সেপ্টেম্বর জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৪টি বিষয়ে আশ্বাস দেওয়া হয়,
যার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের বাক্স্বাধীনতার নিশ্চয়তা, ক্ষমার অযোগ্য অপরাধ ছাড়া বহিষ্কার না করা, অভিভাবকদের ডেকে এনে অপমান না করা এবং ফেইসবুক পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে না বলে বলা হয়।
তবে এতে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনসহ আন্দোলন অব্যাহত রাখেন। এ আন্দোলন ঠেকাতে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন উপাচার্য। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে বহিরাগত একদল হামলা চালায় শিক্ষার্থীদের উপর।
ওই হামলার জন্য উপাচার্যকে দায়ী করে পদত্যাগ করেন তিনজন সহকারী প্রক্টর। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দলনরত শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে ।