আইরিন আহমেদ : আগামী পবিত্র ঈদুল ফিতরে রাজধানীর পাঁচটি জায়গায় ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। কমলাপুর রেলস্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান রেলমন্ত্রী।বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
রেলমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)টিএসসি, ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে।
রেলমন্ত্রী আরো বলেন, ২৮ এপ্রিল কমলাপুর রেলস্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে ৫০ শতাংশ অগ্রিম টিকিট কাটা যাবে। বাকি ৫০ শতাংশ কাউন্টার থেকে কাটতে হবে।
‘বনলতা এক্সপ্রেস’ চালুর বিষয়ে রেলমন্ত্রী বলেন, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে আগামী ২৫ এপ্রিল ট্রেনটি রাজশাহী থেকে উদ্বোধন করা হবে। ট্রেনের উদ্বোধনী যাত্রায় বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলবে ট্রেনটি।
রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন-স্টপ ট্রেন চালু করা হবে।