শেখ রাফিদ : রাজধানীর মালিবাগের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫ টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ৬টা ৩৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায় নি।
এর আগে, বুধবার (১৭ এপ্রিল) রাতে যাত্রাবাড়ীতে একটি মাদরাসা ভবনের গোডাউনে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।