লোকসভা নির্বাচনের প্রচারণা যত জমে উঠছে, ততই বিতর্কিত মন্তব্যের ঘটনা বাড়ছে। এবার এই বিতর্কিত মন্তব্যের তালিকায় যোগ দিলেন সাবেক ক্রিকেট তারকা ও পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু।
মঙ্গলবার বিহারের বলরামপুরে নির্বাচনী প্রচারে গিয়ে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের এই নেতা মুসলিমদের একজোট হয়ে বিজেপিকে হারানোর আহ্বান জানান।
তিনি বলেন, মুসলিমরা একজোট হলেই ভারত ছেড়ে পালাবে বিজেপি। মুসলিমরা ভোট দিলে কংগ্রেসকে বিশ্বের কোনো শক্তি হারাতে পারবে না।
সিধু বলেন, ‘এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিকে বিদায় দিন।’
এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে এমনই এক মন্তব্য করেছিলেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী। তিনিও বিজেপির বিরুদ্ধে মুসলিমদের একত্রিত হতে বলেছিলেন। এই বক্তব্যের কারণে মায়াবতীকে ৪৮ ঘন্টা প্রচার প্রক্রিয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এবার সিধুর মন্তব্য নিয়েও বিতর্কের ঝড় উঠেছে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া