লিগ ওয়ানে রবিবার রাতের ম্যাচে এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির। কিন্তু তা পারেনি তারা। লিলের মাঠে বড় ব্যবধানে হেরে গেছে টমাস টুখেলের দল।
প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া পিএসজিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিল।
ম্যাচের সপ্তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। ভুলে বেলজিয়ামের ডিফেন্ডার ইকোনের পায়ে বল লেগে দিক পাল্টে জালে জড়ায়।
তবে অল্প সময়ের মধ্যেই স্পেনের হুয়ান বের্নাতের গোলে সমতায় ফেরে পিএসজি।
এদিকে ৩৬তম মিনিটে বড় ধাক্কা খায় দলটি। লিলের নিকোলাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার বের্নাত।
বিরতির পর ৫১তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে পিএসজি। ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড নিকোলাস।
৬৫তম স্কোরলাইন ৩-১ করেন করেন ফরাসি ফরোয়ার্ড জোনাতঁ বম্বা। আর ৭১তম মিনিটে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল।
শেষ দিকে ৮৪তম মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্তে।